AI দিয়ে ভিডিও বানানোর সময় ৫টি মেজর জিনিস

 AI দিয়ে ভিডিও বানানোর সময় ৫টি মেজর জিনিস প্রম্পটে রাখবেন।


১. রেফারেন্স (যদি দেওয়ার অপশন থাকে (না থাকলে আগে চ্যাটজিপিটিকে রেফারেন্স দিয়ে তারপর ডিটেইলে প্রম্পট লিখে নিবেন)


২. লাইটিং (কোন ধরনের লাইটিং এ সিন আছে, কোন কোন সোর্স থেকে লাইটিং আছে)


৩. ক্যামেরা এংগেল (ক্যামেরা এংগেল স্টার্টিং এ কি রকম হবে, আস্তে আস্তে কিরকম হয়ে শেষে কি থাকবে।)


৪. ক্যারেক্টার মুভমেন্ট ও এক্সপ্রেশন (ক্যারেক্টার এর মুভমেন্ট, এক্সপ্রেশন কি কি থাকবে, ডিটেইলে প্রম্পটে লিখে দিতে হবে)


৫. ডায়লগ, SFX, ব্যাকগ্রাউন্ড মিউজক (ভিডিও জেনারেশনের সময়ই যেহতু ডিটেইলে প্রম্পটে লিখে দেওয়া যাচ্ছে তাই ডায়লগ থেকে শুরু করে SFX সব চাইলে প্রম্পটেই লিখে দেওয়া যেতে পারে।)


মেজর এই ৫ টি পয়েন্ট ছাড়াও, স্ক্রিপ্ট, ভ্যিজ্যুয়ালাইজেশন, স্টাইল সহ আরো কিছু বিষয় আছে। তবে যেই ৫ টি পয়েন্ট বললাম, এগুলো সব প্রম্পটে যেন থাকে তা এনসিউর করলেই ভালো রেজাল্ট আসবে।

Post a Comment

0 Comments